আলহামদুলিল্লাহ! আল্লাহ তাআলা আমাদের জীবনে যে অগণিত নেয়ামত ও দয়া বর্ষণ করেছেন, সেগুলোর জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের দায়িত্ব। তিনি আমাদের জীবন দিয়েছেন, স্বাস্থ্য দিয়েছেন, খাবার, পানি, পরিবার এবং শান্তিতে থাকার ব্যবস্থা করেছেন। তাঁর নেয়ামত এত বিশাল যে আমরা কখনো তা গণনা করতে পারব না।
আল্লাহ বলেন: “আর যদি তোমরা আল্লাহর নেয়ামত গুনে শেষ করতে চাও, তা কখনো গণনা করতে পারবে না। নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু।” (সূরা নাহল, আয়াত ১৮)
আমাদের উচিত প্রতিদিনের ছোট ছোট নেয়ামতের জন্য আল্লাহর কাছে শোকর করা। শোকরগুজারি কেবল মুখে “আলহামদুলিল্লাহ” বলা নয়, বরং তাঁর দেওয়া নেয়ামত সঠিক পথে ব্যবহার করাও শোকরের একটি অংশ। আল্লাহ আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে যেভাবে সাহায্য করছেন, সেই সাহায্যের জন্য কৃতজ্ঞ থাকা আমাদের ঈমানের প্রতিফলন।
আসুন, আমরা আমাদের প্রতিদিনের আমলগুলোতে কৃতজ্ঞতার প্রার্থনা অন্তর্ভুক্ত করি। আল্লাহর নেয়ামতের জন্য শোকর করলে তিনি আমাদের আরও বেশি দয়া ও নেয়ামত দান করবেন। আল্লাহ বলেন:
“যদি তোমরা কৃতজ্ঞ হও, তবে আমি তোমাদের আরো দান করব। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, তবে আমার শাস্তি হবে অত্যন্ত কঠিন।” (সূরা ইব্রাহিম, আয়াত ৭)
আল্লাহর নেয়ামত নিয়ে চিন্তা করা, তাঁর পথে চলা এবং আমাদের হৃদয়ে কৃতজ্ঞতার অনুভূতি ধরে রাখা আমাদের জীবনকে শান্তিময় করবে ইন শা আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কৃতজ্ঞ বান্দা হিসেবে কবুল করুন। আমিন।